ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

যুক্তরাজ্যের কাছে ১৬ লাখ টিকা চেয়েছে বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২৯, ২২ মে ২০২১ | আপডেট: ১৭:৩১, ২২ মে ২০২১

যুক্তরাজ্যের কাছে জরুরি ভিত্তিতে নভেল করোনাভাইরাসের টিকা সহায়তা চেয়েছে বাংলাদেশ। টিকার ডোজ চেয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেন, ‘আমরা ভারতের কাছ থেকে টিকা আনার বিষয়ে চুক্তি করি। কিন্তু, ভারত এখন ভয়ংকর সংকটময় অবস্থায় রয়েছে। সেখানে করোনা পরিস্থিতি খুবই উদ্‌বেগজনক। এই পরিস্থিতিতে আমরা প্রতিশ্রুতি অনুযায়ী ভারতের কাছ থেকে টিকা পাচ্ছি না। ফলে বিকল্প উৎসগুলো থেকে টিকা আনার জন্য আমরা জোর চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

যুক্তরাজ্যের টেলিভিশন আইটিভিকে দেওয়া সাক্ষাৎকারে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন বলেন, ‘আমরা এখন টিকা পেতে মরিয়া হয়ে চেষ্টা করছি। আমরা যুক্তরাজ্যের কাছ থেকে ১৬ লাখ ডোজ টিকা চেয়েছি।’

সাক্ষাৎকারে পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘যুক্তরাজ্য সরকার চেষ্টা করলে আমাদের ১৬ লাখ ডোজ টিকা দেওয়ার ব্যবস্থা করতে পারবে। যুক্তরাজ্যের সেই সামর্থ্য রয়েছে। যুক্তরাজ্য সরকারের প্রতি অনুরোধ, তারা যেন আন্তরিকতার সঙ্গে চেষ্টা করে। বাংলাদেশ যুক্তরাজ্যের ভালো বন্ধু। অনেক বাংলাদেশি যুক্তরাজ্যের অর্থনীতিতে অবদান রাখছেন। তাই যুক্তরাজ্য এগিয়ে আসবে বলে আমরা আশা করছি।’

এসি
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি