ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

বঙ্গোপসাগরে নিম্নচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩৩, ১২ জুন ২০১৭ | আপডেট: ১৬:৪৩, ১২ জুন ২০১৭

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত বহাল রয়েছে। উপকূলীয় জেলা, দ্বীপ ও চরগুলো জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
উত্তর-পশ্চিম ও উত্তরপূর্ব বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপটি উত্তর-উত্তরপূর্ব হয়ে স্থলভাগের দিকে অগ্রসর হচ্ছে। এর প্রভাবে উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরসমূহের উপর দিয়ে দমকা অথবা ঝড়ো হাওয়া সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। নিম্নচাপের প্রভাবে রাজধানীসহ সারাদেশের অধিকাংশ এলাকায় দমকা হাওয়াসহ প্রবল বর্ষণ হচ্ছে।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি