ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

নতুন আরো সরকারি স্কুল কলেজ হবে- শিক্ষামন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৩৫, ১২ জুন ২০১৭ | আপডেট: ১৯:১১, ১২ জুন ২০১৭

দেশের যেসব উপজেলায় সরকারি মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ নেই, সেখানে একটি স্কুল ও কলেজ সরকারি হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এছাড়া, ব্যাংক আমানতে আবগারি শুল্ক নিয়ে অর্থমন্ত্রীকে জেদ না ধরার আহ্বান জানিয়েছেন সংসদ সদস্যরা। সংসদে বাজেট আলোচনায় সদস্যরা এ’সব কথা বলেন।

ব্যাংক আমানতের উপর বাড়তি আবগারি শুল্ক আরোপ নিয়ে সোমবারও সরগরম হয়ে উঠে সংসদ। খোদ সরকারি দলের সদস্যদের তোপের মুখে পড়েন অর্থমন্ত্রী। সদস্যরা বলেন, আওয়ামী লীগ গণমানুষের রাজনীতি করে। এই শুল্ক নিয়ে সাধারণ মানুষ উদ্বিগ্ন।

এদিকে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির নীতিমালা তৈরির কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
এছাড়া, ই-কমার্স, মেডিটেশন ও শিশু খাদ্যে সম্পূরক শুল্ক না বাড়ানোর দাবিও জানান সংসদ সদস্যরা।

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি