ঢাকা, বৃহস্পতিবার   ১০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের শ্রদ্ধা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:০৭, ২৮ মে ২০২১

Ekushey Television Ltd.

সাবেক ছাত্রলীগ নেতাদের নিয়ে গড়া স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ ৫ম বর্ষে পদার্পণ করেছে। দিনটি উপলক্ষে বিকালে সার্কিট হাউজে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান সংগঠনটির ময়মনসিংহ শাখার নেতাকর্মীরা।পরে এক সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়। 

বক্তব্য রাখেন, স্বাধীনতা ব্যাংকার্স কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক পিনাকি রঞ্জন দাস রনি, স্থানীয় জনতা ব্যাংক ইউনিটের সভাপতি মোজাম্মেল হক এবং অগ্রণী ব্যাংক ইউনিটের সেক্রেটারি মো: রিয়াদুল আহসান নিপু। এসময়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে রুপকল্প ২০২১ এবং ২০৪১ বাস্তবায়নে  কাজ করার আহবান জানান তারা। পাশাপাশি, ব্যাংকারদের জন্য বিশেষ হাসপাতাল স্থাপন এর দাবি জানান।সভায় সংগঠনের অন্যান্য নেতাকর্মীসহ বিভিন্ন ব্যাংকের ম্যানেজার ও অফিসারগন উপস্থিত ছিলেন। 

পরে কেক কেটে দিনটি উদযাপন করেন তারা। ২০১৬ সালের ২৮ মে জাতীয় প্রেসক্লাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকের উপস্থিতিতে সংগঠনটি যাত্রা শুরু করে। বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে গড়া স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ এখন ব্যাংকারদের সবচেয়ে বড় সংগঠন।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি