ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

এবারও হবেনা লোকনাথ বাবার তিরোধান উৎসব

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:০৪, ৩১ মে ২০২১

Ekushey Television Ltd.

অলৌকিক শক্তিসম্পন্ন পরম মহাপুরুষ শ্রী শ্রী লোকনাথ ব্রম্মচারীর দিব্যজীবনের অবসান ঘটে নারায়নগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার বারদী গ্রামে। বারদী গ্রামে শতাধিক বছর আগে প্রতিষ্ঠিত হয় শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রম। প্রতিদিন যেখানে দেশ বিদেশ থেকে হাজারও ভক্তের সমাবেশ ঘটে।

প্রতি বছর ১৯ শে জৈষ্ঠ লোকনাথ বাবার তিরোধান দিবসে এই আশ্রমে সমাবেশ ঘটে লক্ষ লক্ষ ভক্তের। মহামারি করোনা বিস্তার রোধে আগামী ১৯ শে জৈষ্ঠ (২রা জুন) শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার ১৩১ তম তিরোধান দিবসে অভ্যন্তরীণ ধর্মীয় অনুষ্ঠান ব্যতিত সকল অনুষ্ঠানাদি স্থগিত করেছে বারদী আশ্রম কমিটি। 

ঐদিন মন্দিরের মূল ফটক বন্ধ থাকবে। মন্দিরে ভক্তদের প্রবেশসহ সকল প্রকার সমাবেশ নিষিদ্ধ থাকবে বলে জানিয়েছেন বারদী আশ্রমের সেবায়েতবৃন্দ।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি