ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

মফিজুর রহমানের ৮ম মৃত্যুবার্ষিকী আজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:১১, ২ জুন ২০২১

দৈনিক যুগান্তরের বিজ্ঞাপন বিভাগের সাবেক সহকারী ব্যবস্থাপক মো. মফিজুর রহমান এর ৮ম মৃত্যুবার্ষিকী আজ। তিনি ২০০৫-২০১৩ সাল পর্যন্ত দৈনিক যুগান্তর পরিবারের সাথে সততা ও নিষ্ঠার সাথে তার দায়িত্ব পালন করে গিয়েছেন।

বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান চাঁদপুর জেলার কচুয়া উপজেলার একজন সমাজসেবক ও রাজনীতিবিদ ছিলেন। ঢাকার একটি হাসপাতালে ভর্তি অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেছিলেন। তিনি স্ত্রী, দুই ছেলে, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

দানশীল, পরোপকারী এবং সাদামনের মানুষ হিসেবেও সবার কাছে পরিচিত ছিলেন। তার আত্মার মাগফেরাত কামনায় মরহুমের গ্রামের বাড়ী গুলবাহারে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি