ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

অস্ট্রেলিয়াকে হারিয়ে টানা দ্বিতীয় জয় নিউজিল্যান্ডের

প্রকাশিত : ১৯:৫৪, ১৮ মার্চ ২০১৬ | আপডেট: ১৯:৫৪, ১৮ মার্চ ২০১৬

nzwসুপার টেনের গুরুত্বপূর্ন ম্যাচে অস্ট্রেলিয়াকে ৮ রানে হারিয়ে টানা দ্বিতীয় জয়ের স্বাদ নিয়েছে নিউজিল্যান্ড । প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ১৪২ রান তোলে নিউজিল্যান্ড । জবাবে ৯ উইকেটে ১৩৪ রান তোলে অস্ট্রেলিয়া । টস জিতে প্রথমে ব্যাট করতে নামা কিউইদের সূূচনাটা ভালোই হয়েছিল । ৭ দশমিক ১ ওভারে ৬১ রান তোলেন দুই ওপেনার মার্টিন গাপতিল ও অধিনায়ক কেন উইলিয়ামসন । ৩৯ রান করা গাপতিল আউট হয়ে গেলে রানের গতি কিছুটা স্লো হয়ে যায় কিউইদের । মুনরোর ২৩ ও এলিয়টের ২৭ রানে লড়াই করার পুজি পায় নিউজিল্যান্ড । অধিনায়ক কেন উইলিয়ামসন করেন ২৪ রান । জবাবে সাবধানি শুরু অস্ট্রেরিয়ারও । কিন্তু কিউই বোলারদের নিয়ন্ত্রিম বোলিংয়ে ঠিকমত রান তুলতে পারছিল না অজি ব্যাটসম্যানরা । দলের পক্ষে সর্বোচ্চ ৩৮ রান করেন উসমান খাজা । নিউজিল্যান্ডের হয়ে ম্যাকক্লেনেগান ৩টি এবং এন্ডারসন ও সেন্টনার ২টি করে উইকেট পান ।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি