
রাজধানীর দারুস সালাম থানার পাইকপাড়া এলাকায় রফিকুল ইসলাম জোনায়েদ নামে এক হোটেল ব্যবসায়িকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সকালে পাইকপাড়া সরকারি স্টাফ কোয়ার্টার জামে মসজিদের সামনে থেকে তার গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে পুলিশ। নিহত রফিকুল আবাসিক হোটেলের ব্যবসা করতেন। ব্যবসায়িক দ্বন্দের কারণে তাকে হত্যা করা হতে পারে বলে ধারণা করছে পুলিশ। তবে, চাঁদাবাজিকে কেন্দ্র করে এ হত্যা কান্ডের ঘটনা ঘটতে পরে বলে দাবি করেছেন তার স্বজনেরা। ময়না তদন্তের জন্য তার মৃতদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।