ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

সঞ্চয়পত্রের সুদের হার কমাতে আইএমএফের পরামর্শের তীব্র ক্ষোভ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০৫, ১৫ জুন ২০১৭ | আপডেট: ১৮:১৬, ১৫ জুন ২০১৭

সঞ্চয়পত্রের সুদের হার কমাতে আইএমএফের পরামর্শের তীব্র ক্ষোভ জানিয়ে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, তারাই পদ্মসেতুসহ বাংলাদেশের উন্নয়নে বাধা সৃষ্টি করছে। এছাড়া এক লাখ টাকার বেশী আমানতে আবগারী শুল্ক বৃদ্ধি এবং চাষাবাদের ট্রাক্টরে ১৫ শতাংশ ভ্যাট বসানোর তীব্র সমালোচনা করেন তিনি।
বৃহস্পতিবার অধিবেশনের শুরুতেই গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট বিল-২০১৭ সংসদে উত্থাপিত হলে সেটি পরীক্ষার জন্য কৃষি মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটিতে পাঠানো হয়। সামাজিক নিরাপত্তাসহ প্রস্তাবিত বাজেটের প্রশংসা করলেও ব্যাংকে এক লাখ টাকার আমানতে আবগারী শুল্ক বৃদ্ধির বিরোধীতা করেন কৃষিমন্ত্রী। বলেন, এটা রানি ভিক্টোরিয়ার যুগ নয় যে, লাখপতিকে বড়লোক ভেবে শুল্ক বাড়াতে হবে।
সঞ্চয়পত্রের সুদের হার কমানোর আইএমএফের পরামর্শের তীব্র ক্ষোভ জানিয়ে মতিয়া চৌধুরী বলেন, অবসরপ্রাপ্তসহ যারা হাত পাততে পারেন না, সুযোগ নিতে পারেন না সরকারী সহায়তার, তাদের চাপে ফেলা যাবে না।
এছাড়া চাষাবাদের গরু ও কৃষি শ্রমিকের তীব্র সংকটের ট্রাক্টরে ১৫ শতাংশ ভ্যাট বাড়ানোর বিরোধীতা করেন কৃষিমন্ত্রী।


 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি