ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

রাজধানীতে শুরু হয়েছে জাতীয় ফল মেলা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:২৮, ১৬ জুন ২০১৭ | আপডেট: ১৯:২৬, ১৬ জুন ২০১৭

রাজধানীতে শুরু হয়েছে জাতীয় ফল মেলা। তিন দিনব্যাপী এ’ মেলায় ৬৪টি জেলাসহ দেশের ৭৩টি হর্টিকালচারার সেন্টার থেকে আনা হয়েছে রকমারী দেশীয় ফল ও ফলদ বৃক্ষ। খামারবাড়ী প্রাঙ্গনে প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে মেলা।

এমন বাহারী ফল আর ফলদ বৃক্ষে সাজানো হয়েছে রাজধানীর খামারবাড়ি প্রাঙ্গন। ১৩০ প্রজাতির ফল ও ফলের গাছে সাজানো ৭৫টি স্টল।

আয়োজকরা বললেন, রাসায়নিকমুক্ত ফলের প্রতি আগ্রহ বাড়ানো এই মেলার অন্যতম উদ্দেশ্য।
কৃৃষি মন্ত্রণালয়ের আয়োজনে এই মেলা থেকে বিলুপ্ত প্রায় ফল ও ফলের গাছ সম্পর্কেও ধারণা পাওয়া যাবে।
শুক্রবার মেলা উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। পরে বিভিন্ন স্টল ঘুরে দেখেন তিনি।

এছাড়া, খামারবাড়ী অডিটোরিয়ামে ‘খাদ্য, পুষ্টি ও অর্থনৈতিক নিরাপত্তায় দেশি ফলের ভূমিকা’ শীর্ষক সেমিনারে বক্তব্য রাখেন অর্থমন্ত্রী।
সেমিনারে কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেন, কৃষির উন্নয়নে সব ধরণের পদক্ষেপ নিচ্ছে সরকার।

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি