ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

ভারতে একদিনে আক্রান্ত ৫১,৬৬৭, মৃত্যু ১,৩২৯ জন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৪০, ২৫ জুন ২০২১

ভারতে গেল ২৪ ঘন্টায় ৫১ হাজার ৬৬৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে মোট ৩ কোটি ১ লাখ ৩৪ হাজার ৪৪৫ জনে দাঁড়ালো। এদিকে দেশটিতে সাপ্তাহিক সংক্রমণের হার হ্রাস পেয়ে ৩ শতাংশে চলে এসেছে।

শুক্রবার (২৫ জুন) কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপাত্ত থেকে এ তথ্য জানা যায়।

ভারতে এ মহামারি ভাইরাসে একই সময় নতুন করে ১ হাজার ৩২৯ জনের মৃত্যু হওয়ায় দেশটিতে এ সংখ্যা বেড়ে মোট ৩ লাখ ৯৩ হাজার ৩১০ জনে দাঁড়ালো।

এদিকে পর পর ৪৩ দিন ধরে করোনাভাইরাসে প্রাত্যহিক নতুন আক্রান্তের সংখ্যা হ্রাস পাওয়ায় এ ভাইরাস থেকে সুস্থ হয়ে উঠা মানুষের সংখ্যা বেড়ে মোট ২ কোটি ৯১ লাখ ২৮ হাজার ২৬৭ জনে দাঁড়িয়েছে। ভারতে বর্তমানে কোভিড-১৯ রোগে মৃত্যু হার ১.৩১ শতাংশ।

ভারতে করোনাভাইরাস থেকে সেরে উঠার হার বেড়ে দাঁড়িয়েছে ৯৬.৬৬ শতাংশে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ভারতে শনাক্ত বিবেচনায় প্রাত্যহিক আক্রান্তের হার অনেক কমে এখন ২.৯৮ শতাংশে চলে এসেছে। দেশটিতে পর পর ১৮ দিন ধরে প্রাত্যহিক আক্রান্তের হার ৫ শতাংশের নিচে থাকতে দেখা যাচ্ছে।

এদিকে স্থানীয় সময় সকাল ৭টায় প্রকাশ করা টিকাদান কর্মসূচির উপাত্ত অনুযায়ী, ভারতে গত ২৪ ঘণ্টায় ৬০.৭৩ লাখ মানুষ টিকা গ্রহণ করেছেন। এনিয়ে দেশটিতে এ পর্যন্ত মোট ৩০.৭৯ কোটি মানুষকে টিকা দেয়া হলো।

এসি
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি