ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

প্রবীন সাংবাদিক মমতাজ উদ্দিন আর নেই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৩৬, ২৭ জুন ২০২১

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) স্থায়ী সদস্য মমতাজ উদ্দিন আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ ২৭ জুন রোববার সকাল সোয়া ৭টায় কুমিল্লা জেলার বরুড়ার ১০ নম্বর উত্তর শিলমরি ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন। 

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর। তিনি বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। তিনি স্ত্রী, দুই পুত্র, দুই কন্যা, বন্ধু-বান্ধব ও আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। কর্মজীবনে তিনি দৈনিক মিল্লাত, দৈনিক মাতৃভূমি, দৈনিক জনতা, এএনবি২৪.কমসহ বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন।

আজ কুমিল্লার সুলতানপুর কেন্দ্রীয় ঈদগাহ্ ময়দানে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

সাংবাদিক মমতাজ উদ্দিনের মৃত্যুতে ঢাকা রিপোর্টার্স ইউনিটি কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সংগঠনের সভাপতি মুরসালিন নোমানী ও সাধারণ সম্পাদক মসিউর রহমান খান এক বার্তায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি