ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নৌবাহিনী প্রধানের সাথে সেনাবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৩৬, ৩০ জুন ২০২১

Ekushey Television Ltd.

নবনিযুক্ত বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, ওএসপি, এনডিইউ, পিএসসি বুধবার (৩০ জুন ২০২১) নৌ সদর দপ্তরে নৌবাহিনী প্রধান এডমিরাল এম শাহীন ইকবাল, এনবিপি, এনইউপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি এর সাথে সৌজন্য সাক্ষাত করেন।

সেনাবাহিনী প্রধান নৌ সদর দপ্তরে এসে পৌঁছলে নৌবাহিনী প্রধান তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। সেখানে নৌবাহিনীর একটি চৌকষ কন্টিনজেন্ট সেনাবাহিনী প্রধানকে গার্ড অব অনার প্রদান করে। সেনাবাহিনী প্রধান গার্ড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। সাক্ষাতকালে তাঁরা পারস্পরিক কুশল বিনিময় এবং কিছু সময় অতিবাহিত করেন।

উল্লেখ্য, গত ২৪ জুন ২০২১ তারিখ জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি