শিগগির যুক্তরাষ্ট্রের ২৫ লাখ ও চীনের ২০ লাখ টিকা পাবে ঢাকা: মোমেন
প্রকাশিত : ২১:২১, ৩০ জুন ২০২১
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, ঢাকা তিন দিনের মধ্যে আমেরিকার মডার্নার ২৫ লাখ ডোজ টিকা পাবে এবং শিগগিরই বাংলাদেশের ক্রয়কৃত ২০ লাখ ডোজ চীনা টিকা এখানে পৌঁছবে।
তিনি আজ ফরেন সার্ভিস একাডেমিতে ফরেন সার্ভিস ডিবেটিং ক্লাবের উদ্বোধন শেষে সাংবাদিকদের বলেন, ‘শিগগিরই কোভিড-১৯ টিকার স্বল্পতা কেটে যাবে। টিকা পাওয়া নিয়ে কোনো সমস্যা থাকবে না।’
পররাষ্ট্রমন্ত্রী বলেন, কোভাক্সের অধীনে বাংলাদেশকে উপহার হিসাবে দেওয়া মার্কিন যুক্তরাষ্ট্রের মডার্না কোভিড-১৯ ভ্যাকসিনের ২৫ লাখ ডোজ শুক্রবার ও শনিবার দুটি চালানে এখানে পৌঁছবে।
ড. মোমেন আরো বলেন, চীনের সাইনোফার্ম থেকে বাংলাদেশ সরকারের বাণিজ্যিক ভিত্তিতে ক্রয়ের অংশ হিসাবে ২০ লাখ ডোজ টিকার প্রথম চালানটি শিগগির এখানে পৌঁছবে।
এদিকে ঢাকায় চীনা দূতাবাসের ডেপুটি চিফ অফ মিশন হুয়ালং ইয়ান তার ফেসবুক পেজে বলেছেন যে, সাইনোফার্মের ভ্যাকসিনের ২০ লাখ ডোজ বেইজিংয়ে প্রস্তুত রয়েছে এবং সেগুলো শিগগির ঢাকা পৌঁছবে।
তিনি তার পোস্টে বলেন, ‘মহামারীর নতুন ঢেউ মোকাবেলায় চীন আমাদের বাংলাদেশী বন্ধুদের পাশে রয়েছে।’
বাংলাদেশ শিগগির চীন থেকে সাইনোফার্ম টিকার দেড় কোটি ডোজ এবং রাশিয়ার কাছ থেকে স্পুটনিক টিকার আরও একটি বড় চালান পাবে।
এসি
আরও পড়ুন