ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

সাবেক সংসদ সদস্য আলী ওসমানের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৪৪, ২ জুলাই ২০২১ | আপডেট: ২৩:৪৫, ২ জুলাই ২০২১

রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ

রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ

রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ আজ নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য মো. আলী ওসমান খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। 

রাষ্ট্রপ্রধান আলী ওসমান খানের রুহের মাগফিরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

আজ শুক্রবার বিকাল ৩টার দিকে ঢাকায় বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নি:শ্বাস  ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৭৪ বছর।  মৃত্যুকালে স্ত্রী, তিন ছেলে, তিন মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
(সূত্র-বাসস)

কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি