ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

দেশের সম্পদ ও বিশ্বশান্তি রক্ষায় যুদ্ধজাহাজগুলো ভূমিকা রাখবে: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১৬:০৬, ১৯ মার্চ ২০১৬ | আপডেট: ১৬:০৬, ১৯ মার্চ ২০১৬

Ekushey Television Ltd.

ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে চট্টগ্রামের পতেঙ্গায় তিনটি জাহাজের কমিশনিং প্রদান শেষে এ আহ্বান জানান তিনি। দেশের সম্পদ ও বিশ্বশান্তি রক্ষায় যুদ্ধজাহাজগুলো ভূমিকা রাখবে বলেও আশা করেন প্রধানমন্ত্রী। বাংলাদেশ নৌবাহিনীর সক্ষমতা বাড়াতে সরকার আরো তিনটি আধুনিক যুদ্ধজাহাজ সংযোজন করলো। চট্টগ্রামের পতেঙ্গায় জাহাজ তিনটির কমিশনিং-এ যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর পর নতুন তিনটি আধুনিক যুদ্ধজাহাজ- বানৌজা ‘সমুদ্র অভিযান’, ‘স্বাধীনতা’ ও ‘প্রত্যয়’- এর কমিশন সম্পন্ন করেন। এর মাধ্যমে যুদ্ধজাহাজ তিনটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলো। পরে অনুষ্ঠানে নৌবাহিনীর উদ্দেশ্যে প্রধানমন্ত্রী দেশের বিশাল জলসীমার সার্বভৌমত্ব ও মূল্যবান সম্পদ রক্ষার পাশাপাশি অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান রোধে আরো ততপর থাকার নির্দেশ দেন। যুদ্ধজাহাজ বিশ্বশান্তির লক্ষ্যেই কাজ করবে সে আশাবাদের কথাও জানান তিনি। নৌবাহীনির উন্নয়নে বর্তমান সরকারের সহায়ত অব্যহত রাখার আশ্বাস দিয়ে দেশের উন্নয়নে সবাইকে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে কাজ করার আহবান জানান প্রধানমন্ত্রী। নতুন জাহাজের সংযোজনের মধ্য দিয়ে দেশের নৌবাহিনী আরো একধাপ এগিয়ে গেল বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি