ঢাকা, শুক্রবার   ২৪ জানুয়ারি ২০২৫

তুরস্কে শপিংমল এলাকায় আত্মঘাতী বোমা হামলায় নিহত ৪ জন, আহত অন্তত ২০

প্রকাশিত : ১৮:৫২, ১৯ মার্চ ২০১৬ | আপডেট: ১৮:৫২, ১৯ মার্চ ২০১৬

turkeতুরস্কের ইস্তাম্বুলে একটি ব্যস্ততম শপিংমল এলাকায় আত্মঘাতী বোমা হামলায় নিহত হয়েছে অন্তত ৪ জন। হামলায় আহত হয়েছে আরো ২০ জন। এদিকে আহতদের মধ্যে ৩ ইসরায়েলিসহ কয়েকজন বিদেশী নাগরিক রয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। শহরের প্রানকেন্দ্র ইস্তিকলাল স্ট্রিট কেনাকাটার জন্য পর্যটকদের অন্যতম পছন্দের স্থান।  প্রত্যক্ষদর্শীর বরাতে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, বিস্ফোরণের পরপরই জনাকীর্ণ এলাকার শত শত মানুষ দিগি¦দিক ছুটাছুটি করতে থাকে। এখন পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি কেউ। গেল রবিবার রাজধানী আনকারায় বোমা হামলায় নিহত হয় ৩৭ জন। তবে ঐ হামলার দায় স্বীকার করেছিল কুর্র্দি বিদ্রোহীরা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি