ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

বিএসএমএমইউয়ে মুমূর্ষ করোনা রোগীর ক্ষেত্রে বিশেষ নির্দেশনা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৪৭, ১২ জুলাই ২০২১

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) করোনা ভাইরাসে আক্রান্ত মুমূর্ষু রোগীকে রেফার করার ক্ষেত্রে বিশেষ নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্র্তৃপক্ষ।

আজ বিএসএমএমইউয়ের সেকশন অফিসার (জনসংযোগ) প্রশান্ত কুমার মজুমদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ে উন্নত চিকিৎসাসেবার জন্য করোনা ভাইরাসে আক্রান্ত মুমূর্ষু বা জীবন বিপন্ন কিন্তু স্থিতিশীল অবস্থায় রয়েছে এমন রোগীকে অন্য হাসপাতাল থেকে এই হাসপাতালে রেফার না করতে নির্দেশনা প্রদান করা হয়েছে।

এতে উল্লেখ করা হয়েছে, এ ধরনের রোগী যে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে সেই হাসপাতালেই চিকিৎসাসেবা কার্যক্রম চালিয়ে যাওয়া দরকার। তবে প্রয়োজন যদি কোন রোগীকে রেফার করতে হয় তাহলে আইসিইউ সুবিধা সম্বলিত এম্বুলেন্সে করে জীবন বিপন্ন রোগীকে আনার নির্দেশনা রয়েছে। যাতে পথিমধ্যে রোগীর কোনো দুঘর্টনা না ঘটে।

এসি


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি