রিজার্ভের অর্থ চুরির মামলা তদন্তে ‘ইন্টারপোলে’র সহযোগিতা চেয়েছে পুলিশ
প্রকাশিত : ১৮:১৫, ১৯ মার্চ ২০১৬ | আপডেট: ১৮:১৫, ১৯ মার্চ ২০১৬
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরির মামলা তদন্তে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ‘ইন্টারপোলে’র সহযোগিতা চেয়েছে পুলিশ। আর এ ঘটনায় অর্থ মন্ত্রনালয়ের তদন্ত কমিটি কাল থেকে কাজ শুরু করবে বলে জানিয়েছেন কমিটির প্রধান বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিন।
শনিবার সকালে রাজধানীর মিরপুরে শহীদ পুলিশ স্মৃতি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশের আইজি শহীদুল হক।
পরে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের ৮ কোটি ১০ লাখ ডলার চুরি মামলার তদন্ত নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি।
প্রয়োজনে তদন্ত কমিটির কর্মকর্তারা যুক্তরাষ্ট্র ও ফিলিপাইনসহ বিভিন্ন দেশেও যাবেন বলে জানান, পুলিশের আইজি।
এদিকে, রিজার্ভের অর্থ চুরির ঘটনায় অর্থ মন্ত্রনালয়ের তদন্ত কমিটি রোববার থেকে কাজ শুরু করবে বলে জানিয়েছেন তদন্ত কমিটি’র প্রধান বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিন। রাজধানীর একটি হোটেলে একটি অনুষ্ঠানে যোগদান শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
আরও পড়ুন