ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

ঈদুল আজহা উপলক্ষে ‘ক্যাটল স্পেশাল ট্রেন’ সার্ভিস শুরু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৫৯, ১৮ জুলাই ২০২১

রাজধানীতে ঈদুল আজহা উপলক্ষে 'ক্যাটল স্পেশাল ট্রেন' সার্ভিসে ৮০৩টি গরু ও ২০ টি ছাগল এসেছে।

জামালপুরের ইসলামপুর বাজার স্টেশন থেকে ২৫ টি ওয়াগনে ৪০০ টি গরু এবং দেওয়ানগঞ্জ বাজার থেকে ২১টি ওয়াগনে ৩০৬টি গরুসহ মোট ৭০৬ টি গরু ও ২০টি ছাগল দুটি ক্যাটল স্পেশাল ট্রেনে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে আজ সকাল সাড়ে ১১ টার মধ্যে পৌঁছে। এ দু’টি স্পেশাল ট্রেনের ভাড়া বাবদ ৩ লাখ ৬৭ হাজার টাকা আয় হয়েছে।

এছাড়া, ক্যাটল স্পেশাল ট্রেনে চাঁপাইনবাবগঞ্জ এবং রাজশাহী থেকে ৯টি ওয়াগনে ৯৭ টি গরু আজ সকাল ৮টা ৫ মিনিটে কমলাপুর রেলস্টেশনে পৌঁছায়। ভাড়া বাবদ ৬৮ হাজার ৩৮০ টাকা আয় হয়।

চাঁপাইনবাবগঞ্জ থেকে ৮০ টি গরু নিয়ে আরো একটি স্পেশাল ট্রেন আজ ঢাকায় আসার কথা রয়েছে।

কোরবানির পশু পরিবহনের সুবিধায় বাংলাদেশ রেলওয়ে দেশের বিভিন্ন অঞ্চল থেকে পশু পরিবহনের জন্য ‘ক্যাটল স্পেশাল ট্রেন’ সার্ভিস চালু করে।

এসি
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি