ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

আন্তর্জাতিক মানব পাচার চক্রের ৭সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব

প্রকাশিত : ১৮:৩৫, ১৯ মার্চ ২০১৬ | আপডেট: ১৮:৩৫, ১৯ মার্চ ২০১৬

Arrestসুদান ও লিবিয়ায় মানব পাচার এবং বিদেশে নিয়ে জিম্মি করে মুক্তিপন আদায়ের সঙ্গে জড়িত সন্দেহে আন্তর্জাতিক মানব পাচার চক্রের ৭সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। গেল কয়েকদিন ধরে অভিযান চালিয়ে দেশের বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়। সকালে রাজধানীর টিকাটুলিতে সংবাদ সম্মেলনে র‌্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল খন্দকার গোলাম সারওয়ার বলেন, মানব পাচার এবং মুক্তিপন আদায়ের এই সিন্ডিকেটটি কয়েকটি ধাপে কাজ করে। যারমধ্যে পাসপোর্ট বানানো থেকে বিদেশে লোক পাঠানো এবং সেখানে জিম্মি ও দেশে স্বজনদের কাছ থেকে অর্থ আাদায়ে এই দালাল চক্র জড়িত। যুদ্ধ বিধ্বস্ত সুদান এবং লিবিয়ায় কয়েকটি চক্রের মাধ্যমে সহ¯্রাধিক বাংলাদেশিকে জিম্মি রয়েছে বলেও জানান তিনি।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি