ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

দেশের মানুষের জন্য কাজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৩৬, ২৩ জুন ২০১৭ | আপডেট: ১৩:৫৭, ২৩ জুন ২০১৭

ব্যাক্তি স্বার্থ না দেখে দলীয় নেতাকর্মীদের দেশের মানুষের জন্য কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সভাপতি শেখ হাসিনা। দলের ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বঙ্গবন্ধু এভিনিউয়ে ১০ তলা কেন্দ্রীয় কার্যালয় ভবনের ভিত্তি স্থাপন অনুষ্ঠানে তিনি একথা বলেন। দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে জনগণ আবারো আওয়ামীলীগকে ভোট দিয়ে জয়ী করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন শেখ হাসিনা। 

আওয়ামী লীগের ৬৮তম বর্ষপূর্তি উপলক্ষ্যে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে দিনের শুরুতেই ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

পরে গুলিস্তানে ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের ১০ তলা কেন্দ্রীয় কার্যালয় ভবনের ভিত্তি স্থাপন অনুষ্ঠানে যোগ দেন আওয়ামী লীগ সভাপতি। পরে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন তিনি।
এসময় প্রধানমন্ত্রী বলেন, বাঙালির আত্মমর্যাদার স্বীকৃতি অর্জনে নেতৃত্ব দিয়েছে আওয়ামীলীগ। অর্থনৈতিক অগ্রগতিসহ সবক্ষেত্রে বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে পারে কেবল আওয়ামীলীগই ।

ব্যাক্তি স্বার্থ ভুলে নেতাকর্মীদের দেশের মানুষের জন্য কাজ করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে আবারো আওয়ামী লীগকে ভোট দেয়ার আহবান জানান বঙ্গবন্ধুকন্যা।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি