ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

কঠোর বিধিনিষেধেও চলবে অভ্যন্তরীণ ফ্লাইট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪০, ২৩ জুলাই ২০২১

সরকার ঘোষিত ১৪ দিনের কঠোর বিধিনিষেধেও আন্তর্জাতিক যাত্রীদের জন্য দেশের মধ্যে পরিচালিত অভ্যন্তরীণ ফ্লাইট চলবে। আজ শুক্রবার থেকে সারাদেশে শুরু হওয়া বিধিনিষেধে আন্তর্জাতিক ভ্রমণের টিকেট থাকা যাত্রীদের জন্য বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (ক্যাব) এই সিদ্ধান্ত নিয়েছে।

ক্যাব জানায়, বাংলাদেশ বিমান, ইউএস-বাংলা এয়ারলাইন্স এবং নভোএয়ার অভ্যন্তরীণ রুটে শুধুমাত্র আন্তর্জাতিক ভ্রমণের টিকেট থাকা যাত্রীদের কাঙ্খিত ফ্লাইট নিশ্চিত করার লক্ষ্যে ফ্লাইট পরিচালনা করতে পারবে। তবে এক্ষেত্রে অবশ্যই প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি নিশ্চিত এবং যাত্রীদের আন্তর্জাতিক ফ্লাইটের টিকেট যাচাই করতে হবে।

আজ শুক্রবার সকাল ৬টা থেকে এই আদেশ কার্যকর হয়েছে।
সূত্র : ইউএনবি
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি