সাবেক অর্থমন্ত্রী আবদুল মুহিত করোনায় আক্রান্ত
প্রকাশিত : ০৮:৩১, ২৮ জুলাই ২০২১
সাবেক অর্থমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আবুল মাল আবদুল মুহিত করোনায় আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি বাসায় চিকিৎসাধীন আছেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
মঙ্গলবার (২৭ জুলাই) রাতে মুহিতের ব্যক্তিগত সহকারী কিশোর ভট্টাচার্য জনি জানান, ৩-৪ দিন আগে তার করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসে। সোমবার তিনি রাজধানীর স্কয়ার হাসপাতালে চেকআপ করেছেন। বর্তমানে তিনি বনানীর বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। আপাতত জটিল কোনো সমস্যা দেখা দেয়নি।
সূত্র জানায়, আবদুল মুহিত ঈদের পরের দিন বেড়াতে গিয়েছিলেন ঢাকার বাইরে। সেখান থেকে ফেরার পর গত কয়েকদিন তিনি শারীরিকভাবে অসুস্থ বোধ করেন। গত রোববার (২৫ জুলাই) করোনা পরীক্ষা করলে ফলাফল পজিটিভ আসে।
তার বড় ছেলে শাহেদ মুহিতও করোনায় আক্রান্ত হয়েছেন। বর্তমানে তাদের অবস্থা স্থিতিশীল রয়েছে।
এদিকে, আবুল মাল আবদুল মুহিতের ছোট ভাই পল্লী শিশু ফাউন্ডেশন ও রাজধানীর ডেল্টা হাসপাতালের চেয়ারম্যান এ এস এ মুয়িয সুজন পরিবারের পক্ষ থেকে আবুল মাল আবদুল মুহিতের সুস্থতার জন্য সবার কাছে দোয়া দেয়েছেন।
এএইচ/
আরও পড়ুন