সংসদ সদস্য অধ্যাপক আলী আশরাফ এর মৃত্যুতে সালমান এফ রহমানের শোক
প্রকাশিত : ১৬:১৩, ৩১ জুলাই ২০২১
বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার, সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ও প্রবীণ আওয়ামীলীগ লীগ নেতা অধ্যাপক আলী আশরাফ এমপি আজ শুক্রবার বেলা সাড়ে তিনটার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। কুমিল্লা-৭ (চান্দিনা) আসন থেকে পাঁচবার নির্বাচিত প্রবীণ এই সংসদ সদস্যের মৃত্যুবরণে আমি সালমান ফজলুর রহমান গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি।
অধ্যাপক আলী আশরাফ ছিলেন একজন সৎ, দক্ষ, অভিজ্ঞ ও আদর্শবান রাজনীতিবিদ। তিনি আজীবন জনকল্যাণে নিবেদিত ছিলেন। ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের পরীক্ষিত নেতা, যে কারণে কুমিল্লা- ৭ আসনের জনগণ তাঁকে বারবার সংসদ সদস্য নির্বাচিত করে জাতীয় সংসদে পাঠিয়েছেন। তাঁর সঙ্গে আমার বহু বছরের ঘনিষ্ঠ সম্পর্ক। অত্যন্ত দৃঢ় আদর্শের এই জননেতা নিজের বিশ্বাসের সঙ্গে কখনও আপোষ করেননি।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি স্ত্রী, মেয়ে, ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আমি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
আরকে//
আরও পড়ুন