ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

স্বাধীনতার মাসে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে শিল্পকলায় শুরু হয়েছে আলোক চিত্র প্রদর্শনী

প্রকাশিত : ২২:৫৭, ১৯ মার্চ ২০১৬ | আপডেট: ২২:৫৮, ১৯ মার্চ ২০১৬

স্বাধীনতার মাসে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে শিল্পকলার জাতীয় চিত্রশালায় শুরু হয়েছে আটদিন ব্যাপী আলোক চিত্র প্রদর্শনী। শিরোনাম “ নাইনটিন সেভেনটিওয়ান, ইমারজেন্স অফ আ নেশন”। প্রদর্শনীতে দেয়ালে ঝোলানো হয়েছে মুক্তিযুদ্ধের একানব্বইটি দূর্লভ ছবি। artexibitionবদ্ধভূমিতে নিথর দেহের তাজারক্ত, আন্দোলনে উত্তাল জনপদ কিংবা স্বাধীন দেশের মুক্ত আকাশ, পরতে পরতে ফুটে উঠেছে বাংলাদেশের ইতিহাস। যুদ্ধাহত বাংলাদেশের এমনই কিছু দূর্লভ একানব্বইটি ছবি নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে মাল্টিমিডিয়া এক্সজিবিশন, “ নাইনটিন সেভেনটিওয়ান, ইমারজেন্স অফ আ নেশন”। এমন অমূল্য সম্পদকে দেশের বাইরেও প্রদর্শনের আহবান সাংস্কৃতিক ব্যক্তিত্বদের। মুক্তিযুদ্ধের ৪৫ বছর পরে এসব ছবি দুর্লভ আবিষ্কার বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম। ছবির পাশাপাশি ভিডিও প্রদর্শনীর সংযোজন, সময়ের সাথে প্রাসঙ্গিক দাবী করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের ওপর গবেষণার কোন শেষ নেই। আটদিন ব্যাপী এই প্রদর্শনী চলবে আগামী ২৬মার্চ পর্যন্ত ।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি