ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

জলসিঁড়ি আবাসন এলাকায় বৃক্ষরোপণ করলেন সেনাবাহিনী প্রধান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৩৮, ৫ আগস্ট ২০২১

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ আজ  বৃহস্পতিবার (০৫-০৮-২০২১) স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে জলসিঁড়ি আবাসন প্রকল্পে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচীতে অংশগ্রহণ করেন। 

বৃক্ষরোপণ শেষে তিনি জলসিঁড়ি আবাসন প্রকল্পের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন। এসময় সেনাবাহিনী প্রধানের সাথে বৃক্ষরোপণ কর্মসূচীতে অংশগ্রহণ করেন বাংলাদেশ সেনাবাহিনীর ঊধ্বর্তন কর্মকর্তাবৃন্দ এবং জলসিঁড়ি প্রকল্পের পরিচালনা পর্ষদের সকল সদস্যবৃন্দ।

অনুষ্ঠানে জলসিঁড়ি আবাসন প্রকল্প এলাকায় পরিবেশের ভারসাম্য বজায় রাখার উদ্দেশ্যে সুপরিকল্পিতভাবে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনার আহ্বান জানান সেনাবাহিনী প্রধান। সেইসাথে রোপণকৃত বৃক্ষের সুষ্ঠু পরিচর্যা নিশ্চিত করার প্রতি তিনি বিশেষ গুরুত্বারোপ করেন। উল্লেখ্য, পরিকল্পনা অনুযায়ী প্রকল্প এলাকায় ১৭৮টি প্রজাতির মোট ৬৮,০০০ বৃক্ষরোপণ করা হবে। ইতিমধ্যেই ৭,০০০ চারা রোপণ করা হয়েছে। চলতি বছরে আরও ৭,০০০ চারা রোপণ করার পরিকল্পনা রয়েছে যার মধ্যে ৪,০০০ চারা রোপণ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে।

উল্লেখ্য, গত ০৮ জুলাই ২০২১ তারিখে সেনাবাহিনী প্রধান বাংলাদেশ সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান-২০২১ এর উদ্বোধন করেন।

আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি