ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

কাউন্সিলের মাধ্যমে বিএনপি নির্ধারণ করতে পারবে ভবিষ্যতে তারা কিভাবে রাজনীতি করবে- স্বরাষ্ট্র মন্ত্রী

প্রকাশিত : ২৩:০৪, ১৯ মার্চ ২০১৬ | আপডেট: ২৩:০৪, ১৯ মার্চ ২০১৬

hmকাউন্সিলের মাধ্যমে বিএনপি নির্ধারণ করতে পারবে ভবিষ্যতে তারা কিভাবে রাজনীতি করবে। আর এটা কাউন্সিলের মাধ্যমে বেরিয়ে আসবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি শনিবার বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রামে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত রেলমন্ত্রী মুজিবুল হকের গণসংবর্ধনা অনুষ্ঠানে এমন্তব্য করেন। সেসময় স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, বিএনপির শান্তিপূর্ণ কাউন্সিল করার জন্য ডিএমপিসহ প্রশাসনের সবাই সহযোগিতা করেছে। অনুষ্ঠানে রেলপথ মন্ত্রী মুজিবুল হক মুজিব কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় চৌদ্দগ্রামবাসী তাকে সংবর্ধনা দেয়।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি