ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

কাল থেকে পুনরায় খুলছে ভারতীয় ভিসা অফিস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:০৪, ১০ আগস্ট ২০২১ | আপডেট: ২০:১২, ১০ আগস্ট ২০২১

আগামীকাল বুধবার (১১ আগস্ট) থেকে ফের সবকিছু চালু হচ্ছে। চলমান লকডাউন প্রত্যাহার হওয়ায় ভারতীয় হাইকমিশন কাল থেকে ভিসা আবেদন গ্রহণ করবে।

ভারতীয় হাইকমিশন তাদের অফিসিয়াল ফেসবুক পেজে জানায়, “লকডাউনের বিধি-নিষেধ তুলে নেয়ায় আমাদের ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভিএসি) পুনরায় ১১ আগস্ট ২০২১ থেকে ভিসা কার্যক্রম শুরু করবে।”

এতে বলা হয়, ট্যুরিস্ট ভিসার আবেদন ছাড়া সব আবেদন গ্রহন করা হবে। বুধবার থেকে আইভিএসিতে ভিসার আবেদন করার জন্য আবেদনকারীদের কোন অ্যাপয়েন্টমেন্ট বা অনুমতি নেওয়ার প্রয়োজন নেই। 

এদিকে উভয় দেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ দুই প্রতিবেশী দেশের মধ্যে পুনরায় বিমান চলাচল শুরুর পরিকল্পনা করছে।

এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি