বগুড়ায় ডা. কাজলের ওপর হামলায় সম্প্রীতি বাংলাদেশের নিন্দা
প্রকাশিত : ১৮:১০, ১১ আগস্ট ২০২১ | আপডেট: ১৮:১৩, ১১ আগস্ট ২০২১
বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের আরএমও'র শফিক আমিন কাজলের ওপর হামলায় সম্প্রীতি বাংলাদেশ তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে।
বুধবার (১১ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সম্প্রীতি বাংলাদেশ এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ও সম্প্রীতি বাংলাদেশ বগুড়া জেলা আহবায়ক কমিটির সদস্য সচিব ডা. শফিক আমিন কাজলের ওপর হামলায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন কেন্দ্রীয় কমিটির আহবায়ক বিশিষ্ট নাট্যকার পীযুষ বন্দোপাধ্যায় ও সদস্য সচিব প্রফেসর ডাঃ মামুন আল মাহাতাব স্বপ্নীল।
উল্লেখ্য ডাঃ কাজল গত ১০ আগস্ট বগুড়ায় চিহ্নিত ভুমি সন্ত্রাসী দ্বারা আক্রমনের শিকার হন। নেতৃবৃন্দ ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান।
এসি
আরও পড়ুন