ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

তথ্যমন্ত্রীর সঙ্গে ভারতের উপ-হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৪১, ১২ আগস্ট ২০২১ | আপডেট: ২১:৪২, ১২ আগস্ট ২০২১

Ekushey Television Ltd.

বাংলাদেশে সদ্যনিযুক্ত ভারতের উপ-হাইকমিশনার ড. বিনয় জর্জ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা: মো. মুরাদ হাসান এসময় উপস্থিত ছিলেন।

তথ্যমন্ত্রী এসময় উপ-হাইকমিশনারকে বাংলাদেশে স্বাগত জানান এবং এখানে অবস্থানকালে পূর্ণ সহযোগিতার কথা ব্যক্ত করেন।

ড. হাছান মাহমুদ এবং ড. বিনয় জর্জ দু’দেশের মধ্যে যোগাযোগ, চলচ্চিত্র নির্মাণসহ সাংস্কৃতিক সম্পর্ককে আরো এগিয়ে নেয়ার বিষয়ে একমত প্রকাশ করেন।

এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি