ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

হাসপাতালে ভর্তি আরো ৩০৬ ডেঙ্গু রোগী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:০৬, ১৮ আগস্ট ২০২১

Ekushey Television Ltd.

গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৩০৬ জন। এর মধ্যে রাজধানী ঢাকায় নতুন ভর্তি রোগী ২৭৩ জন এবং অন্যান্য জেলা ও বিভাগে নতুন ভর্তি হয়েছে ৩৩ জন।

বুধবার (১৮ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের এক বিবৃতিতে জানানো হয়েছে, দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ১ হাজার ১৯৩ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

এরমধ্যে ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ১ হাজার ১১০ জন এবং অন্যান্য বিভাগের হাসপাতালগুলোতে ৮৩ জন রোগী ভর্তি রয়েছেন।

চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত (১৮ আগস্ট) বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ছয় হাজার ৯৫৬ জন। একই সময়ে  ছাড়া পেয়ে হাসপাতাল ছেড়েছেন ৫ হাজার ৭৩৩ জন। এখন পর্যন্ত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ৩০ জনের মৃত্যু হয়েছে।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি