ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

বিএনপি প্রতিহিংসার রাজনীতির ধারক ও বাহক: ওবায়দুল কাদের  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৩৯, ২১ আগস্ট ২০২১

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন  প্রতিহিংসার রাজনীতির ধারক ও বাহক বিএনপি।  তিনি বলেন ২১ আগস্ট গ্রেনেড হামলার মাধ্যমে বাংলাদেশ রাষ্ট্রের জন্মের চেতনাকে মুছে দিতে চেয়েছিলো তৎকালীন বিএনপি জোট সরকার। 

ওবায়দুল কাদের আজ সন্ধ্যায় ২১শে আগস্ট গ্রেনেড হামলা দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আয়োজিত স্মরণসভায় একথা বলেন।

বেগম জিয়ার একাধিক জন্মদিনের বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন এসব তথ্য হাওয়া থেকে পাওয়া নয়,এসব তথ্য বেগম জিয়ার জীবনী থেকে পাওয়া।

তিনি বলেন, গত ২৬ বছর ধরে ভূয়া জন্মদিন পালনের মধ্য দিয়ে বিএনপি জাতির সাথে তামাশা করে আসছে। বিশ্বাসঘাতকতার পিছন থেকে ছুরি মারার উত্তরাধিকার বিএনপি বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।

যুক্তরাষ্ট্রে শাখা আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফের সভাপতিত্ব স্মরণসভায় আরো বক্তব্য রাখেন বিশিষ্ট কলামিস্ট, লেখক ও সাংবাদিক আবদুল গাফফার চৌধুরী এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন যুক্তরাষ্ট্রে শাখা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক।
  
আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি