ঢাকা, বুধবার   ০১ জানুয়ারি ২০২৫

একদিনে ২৫৮ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:১৩, ২৪ আগস্ট ২০২১

গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন  হাসপাতালে ২৫৮ জন ভর্তি হয়েছেন । এর মধ্যে রাজধানী  ঢাকায় নতুন ভর্তি রোগীর সংখ্যা বেশি। ঢাকায়  ২১২ জন এবং অন্যান্য বিভাগে নতুন রোগী ভর্তি হয়েছেন ৪৬ জন। 

আজ সোমবার  স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কনট্রোল থেকে (২৩ আগস্ট সকাল ৮টা থেকে ২৪ আগস্ট সকাল ৮ টা পর্যন্ত) পাঠানো ডেঙ্গু রোগীর সর্বশেষ তথ্যে একথা জানানো হয়েছে।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৪ আগস্ট পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট হাসপাতালে ভর্তি হয়েছেন আট হাজার ৫৭৫ জন। তথ্য অনুযায়ী, দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট এক হাজার ১৪৬ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

এরমধ্যে ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে এক হাজার ৭৭ জন এবং অন্যান্য বিভাগের হাসপাতালগুলোতে বর্তমানে  ৮৯ জন ভর্তি রয়েছেন। 

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৪ আগস্ট পর্যন্ত  ছাড়প্রাপ্ত পেয়ে হাসপাতাল ছেড়েছেন  সাত হাজার ৪৫৮ জন। এই সময়ে মোট  ৩৮ জনের মৃত্যু হয়েছে।

সূত্র-বাসস

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি