ঢাকা, রবিবার   ০৫ জানুয়ারি ২০২৫

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:২৪, ৩১ আগস্ট ২০২১ | আপডেট: ১৮:২৫, ৩১ আগস্ট ২০২১

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয়  স্থায়ী কমিটির সভা আজ মঙ্গলবার সংসদ ভবনে অনুষ্ঠিত হয়েছে। কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব সভায় সভাপতিত্ব করেন। কমিটির সদস্য যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল, হুইপ মাহবুব আরা বেগম গিনি, আব্দুস সালাম মূর্শেদী, জুয়েল আরেং, এ. এম. নাঈমুর রহমান এবং জাকিয়া তাবাসসুম সভায় অংশগ্রহণ করেন।

সভায় বাংলাদেশ হকি ফেডারেশনের সার্বিক কার্যক্রম এবং ‘যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র প্রথম রিপোর্ট সংসদে উপস্থাপন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ে জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সংখ্যাসহ কর্মকালের মেয়াদের একটি প্রতিবেদন আগামী বৈঠকে উপস্থাপন করতে সুপারিশ করা হয়। 
সম্প্রতি অনুষ্ঠিত বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া টি টোয়েন্টি ক্রিকেট খেলায় প্রথম বারের মতো অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয় করায় কমিটির পক্ষ থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে একটি অভিনন্দনপত্র পাঠানোর  সিদ্ধান্ত গ্রহণ করা হয়। 

সভায় ‘যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম রিপোর্ট সংশোধন সাপেক্ষে পরবর্তী অধিবেশনে উপস্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়। 

এছাড়াও সভার শুরুতে জাতীয় শোক দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগস্টে নিহত তাঁর পরিবারের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করে তাঁদের উদ্দেশ্যে কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, কমিটির সদস্য মোঃ জাহিদ আহসান রাসেল, আব্দুস সালাম মূর্শেদী ও মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের পক্ষে তার প্রতিনিধি বক্তব্য রাখেন। তাঁদের সকলের আত্মার মাগফেরাত কামনা করে এক মিনিট নিরবতা পালনসহ মোনাজাত করা হয়।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, বিভিন্ন সংস্থা প্রধানসহ যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি