ঢাকা, শুক্রবার   ২৪ জানুয়ারি ২০২৫

কথাসাহিত্যিক বশির আল হেলাল এর মৃত্যুতে বাসদ এর শোক 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:২২, ৩১ আগস্ট ২০২১ | আপডেট: ২০:২৭, ৩১ আগস্ট ২০২১

কথাসাহিত্যিক, ভাষা আন্দোলনের ইতিহাস এবং বাংলা একাডেমির ইতিহাস বইয়ের লেখক, বাংলা একাডেমির সাবেক পরিচালক বশীর আল-হেলাল আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ মঙ্গলবার (৩১ আগস্ট) দুপুরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বশির আল হেলালের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ। 

বাসদ এর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান আজ ৩১ আগস্ট এক বিবৃতিতে খালেকুজ্জামান বলেন, 'বশির আল হেলাল দীর্ঘদিন যাবৎ শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন এবং বার্ধক্যজনিত অসুস্থতার কারণে নিজ বাসভবনে আজ মৃত্যুবরণ করেন। বশির আল হেলালের মৃত্যুতে আমরা বাংলা সাহিত্যের একজন অভিভাবককে হারালাম।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি