ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

টি-২০ প্রথম ম্যাচ জয়ে টাইগারদের অভিনন্দন প্রধানমন্ত্রীর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:০৬, ১ সেপ্টেম্বর ২০২১

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে (এসবিএনসিএস) নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টি-২০ ম্যাচে সাত উইকেটে জয়ের জন্য জাতীয় ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।

ক্রিকেটপ্রেমী প্রধানমন্ত্রী নিউজিল্যান্ডকে হারানোর জন্য জাতীয় ক্রিকেট দলের সকল খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাদের পাশাপাশি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মকর্তাদের শুভেচ্ছা জানিয়েছেন। শেখ হাসিনা আশা প্রকাশ করেন যে ভবিষ্যতেও বাংলাদেশ ক্রিকেট দলের জয়ের ধারা অব্যাহত থাকবে।

নিউজিল্যান্ডের সঙ্গে এই পাঁচ ম্যাচের টি-২০ আন্তর্জাতিক সিরিজের আয়োজন করেছে বাংলাদেশ। বাকি চারটি ম্যাচ ৩, ৫, ৮ এবং ১০ সেপ্টেম্বর এসবিএনসিএস-এ অনুষ্ঠিত হবে।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি