ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

শিক্ষাপ্রতিষ্ঠানে যথাযথভাবে স্বাস্থ্যবিধি মেনে আসতে হবে: শিক্ষামন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৩৬, ৫ সেপ্টেম্বর ২০২১ | আপডেট: ২০:০১, ৫ সেপ্টেম্বর ২০২১

ফাইল ছবি

ফাইল ছবি

Ekushey Television Ltd.

আগামী ১২ সেপ্টেম্বর দেশের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণিকক্ষে পাঠদান শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি।

আজ রোববার সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভাশেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শিক্ষা মন্ত্রী বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে সবাইকে যথাযথভাবে স্বাস্থ্যবিধি মেনে আসতে হবে। আগত শিক্ষার্থীদের অবশ্যই মাস্ক পরিধান করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা তাদের শরীরের তাপমাত্রা পরিমাপসহ হ্যান্ড স্যানিটাইজের বিষয়ে নজর দিবেন। 

অন্যদিকে, কোন শিক্ষার্থীর বাড়িতে করোনা সংক্রামণের রোগী থাকলে তাকে শিক্ষাপ্রতিষ্ঠানে না পাঠানোর জন্য অভিভাবকদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি