ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

এই মাসের মধ্যেই আড়াই কোটি ডোজ টিকা আসবে: স্বাস্থ্যমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৫৬, ৬ সেপ্টেম্বর ২০২১

Ekushey Television Ltd.

১২ থেকে ১৭ বছর বয়সী সবাইকে টিকা দেয়া হবে বলে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, এ বিষয়ে ডব্লিউএইচও’র অনুমোদনের জন্য আমরা অপেক্ষা করছি। তিনি বলেন, এই মাসের মধ্যেই আড়াই কোটি ডোজ টিকা আসবে।  

সোমবার (৬ সেপ্টেম্বর) সকালে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে করোনার টিকার বয়স সীমা নিয়ে সাংবাদিকদের এই তথ্য দেন স্বাস্থ্যমন্ত্রী।

তিনি বলেন, টিকাদান কর্মসূচি এ মাস থেকে আরও বেগবান হবে। করোনা সংক্রমণ কমে যাওয়ায় কোভিড ডেডিকেটেড হাসপাতাল গুলোর ৭৫ ভাগ বেড খালি পড়ে আছে। সে বেডগুলো ক্যান্সার, কিডনী রোগীসহ সাধারণ রোগীদের জন্য দেয়া হবে।

মন্ত্রী বলেন, ‘১২ বছরের বেশি বয়সী যারা আছেন তাদের টিকা দেওয়ার ব্যাপারে ডব্লিউএইচও’র অনুমোদনের অপেক্ষা করা হচ্ছে। কোনো দেশেই এর অনুমোদন দেওয়া হয়নি। যেসব দেশ দিচ্ছে তারা নিজেদের মতো করেই দিচ্ছে। এ ব্যাপারে টেকনিক্যাল কমিটির অনুমোদনেরও প্রয়োজন আছে।’

জাহিদ মালেক বলেন, এ মাসে যে আড়াই কোটি টিকা আসবে। এর মধ্যে দুই কোটি আসবে সিনোফার্মের, বাকিটা ফাইজারের।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ‘কোভিড ডেডিকেটেড হাসপাতালে ১৭ হাজার বেড ছিল, এখন সেখানে সারাদেশে ১২ থেকে ১৪ হাজার বেড খালি। ঢাকায় ৭৫ ভাগ খালি আছে। করোনা সংক্রমণ কমে যাওয়ায় এগুলো খালি হয়েছে। এগুলো ক্যান্সারসহ সাধারণ রোগীদের জন্য দেওয়া হবে।’

এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি