ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

বাউল শিল্পীদের মাঝে সম্প্রীতি বাংলাদেশ এর ত্রাণ বিতরণ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:১৩, ৭ সেপ্টেম্বর ২০২১ | আপডেট: ২১:২০, ৭ সেপ্টেম্বর ২০২১

পল্লী বাউল সমাজ উন্নয়ন সংস্থার বাউল শিল্পীদের মাঝে ত্রাণ বিতরণ করেছে সম্প্রীতি বাংলাদেশ। মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) সংগঠনের আহবায়ক বিশিস্ট নাট্যকার পিযূষ বন্দ্যোপাধ্যায় ও সদস্য সচিব প্রফেসর ডা: মামুন আল মাহতাব স্বপ্নীল তাদের মধ্য ত্রাণ বিতরণ করেছেন।

সম্প্রীতি বাংলাদেশ এর অনুরোধে বাউল শিল্পীদের জন্য এই ত্রাণ বরাদ্দ করেন দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা: এনামুর রহমান।

সম্প্রীতি বাংলাদেশ এর কার্যালয়ে ত্রাণ বিতরণকালে আরও উপস্থিত ছিলেন-কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলী হাবিব, সলিমুল্লাহ খান, সিদ্দিকুর রহমান, সাইফ আহমেদ, তাপস হালদার, অনয় মুখার্জী, আবু তালেব ও ধীমান রায়।

পল্লী বাউল সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি ফেরদৌসী নাজমা, সাধারণ সম্পাদক এম এইচ নয়ন। কন্ঠশিল্পীরা হচ্ছেন- মোঃ দেলোয়ার হোসেন বয়াতি, বাউল অমিয় কুমার শীল, কন্ঠশিল্পী ও গীতিকার মানিক সিংহ, অঞ্জনা সোম, নাজমা আক্তার হীরা, কাউছার, রুকসানা (শিলা) ও মুক্তা।

এসি


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি