ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

সশস্ত্র বাহিনীর সমন্বিত প্যারেড কন্টিনজেন্ট মেক্সিকো যাবে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৪০, ৯ সেপ্টেম্বর ২০২১

৯ সেপ্টেম্বর  ইউনাইটেড স্টেট অব মেক্সিকোর স্বাধীনতার ২০০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত বিশেষ কুচকাওয়াজে অংশগ্রহণের জন্য মেক্সিকো সরকারের আমন্ত্রণে বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনীর সমন্বয়ে সশস্ত্র বাহিনীর ৩৯ সদস্য বিশিষ্ট একটি সামরিক কন্টিনজেন্ট শুক্রবার (১০-৯-২০২১) ক্যাপ্টেন শেখ শাহীদ আহমেদ এর নেতৃত্বে মেক্সিকো গমন করবে।

কুচকাওয়াজ সমাপনান্তে আগামী ২০ সেপ্টেম্বর ২০২১ তারিখ উক্ত সমন্বিত কন্টিনজেন্টটি বাংলাদেশে প্রত্যাবর্তন করবে। এ কুচকাওয়াজে অংশগ্রহণের মাধ্যমে রাষ্ট্রীয় পর্যায়ে বাংলাদেশ ও মেক্সিকোর মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়নে ভূমিকা রাখবে বলে সকলে আশাবাদী।

আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি