ঢাকা, সোমবার   ২৭ জানুয়ারি ২০২৫

যেসব এলাকায় ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩৪, ১৬ সেপ্টেম্বর ২০২১ | আপডেট: ০৮:৫২, ১৬ সেপ্টেম্বর ২০২১

জরুরি গ্যাসের পাইপ স্থাপন করার জন্য গাজীপুরের কিছু এলাকায় ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকার কথা জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

আজ বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে আগামীকাল শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৯টা পর্যন্ত গাজীপুরের রাজেন্দ্রপুর চৌরাস্তা থেকে তুলা গবেষণা কেন্দ্র পর্যন্ত সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজেন্দ্রপুর থেকে শ্রীপুরের তুলা গবেষণা কেন্দ্র পর্যন্ত সাত কিলোমিটার ইন্ডাস্ট্রিয়াল এলাকা। এই এলাকার বিভিন্ন অংশে গ্যাসের পাইপ স্থাপন করার জন্যই সরবরাহ বন্ধ থাকবে। 

এসব এলাকায় আগামীকাল শুক্রবার সকাল ৯টার পর গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি