ঢাকা, শুক্রবার   ১১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বাংলাদেশের অকৃত্রিম বন্ধুর চিরবিদায়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০২, ১৬ সেপ্টেম্বর ২০২১

Ekushey Television Ltd.

বাংলাদেশের অকৃত্রিম বন্ধু, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সহায়তাকারী, বিশিষ্ট রাজনীতিক ভারতের মার্কসবাদী কমিউনিস্ট পার্টির ত্রিপুরা রাজ্য সম্পাদক শ্রী গৌতম দাশ আর নেই।  

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) ভোরে কলকাতার অ্যাপোলো হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

মৃত্যুকালে তিনি স্ত্রী শ্রীমতী তপতী সেন ও কন্যা স্বাগতা দাশসহ ভারত ও বাংলাদেশে অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। 

গৌতম দাশ আগরতলা থেকে প্রকাশিত দৈনিক ‘দেশের কথা’ পত্রিকার সম্পাদক ছিলেন। 

বাংলাদেশের এই বন্ধুর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিশিষ্ট ব্যক্তিরা। 

এক বিবৃতিতে তারা গৌতম দাশের আত্মার শান্তি কামনা ও শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। 

বিবৃতিতে স্বাক্ষর করেছেন- অধ্যাপক হায়াৎ মামুদ, রামেন্দু মজুমদার, ডা. সারোয়ার আলী, নাসিরউদ্দিন ইউসুফ, ক্যাপ্টেন সাহাবুদ্দিন আহমেদ বীর উত্তম, লেফটেন্যান্ট কর্নেল (অব.) কাজী সাজ্জাদ আলী জহির বীরপ্রতীক, পীযূষ বন্দ্যোপাধ্যায়, মুহাম্মদ সামাদ, শাহরিয়ার কবির, মফিদুল হক, হারুন হাবিব, গোলাম কুদ্দুছ, মেসবাহ কামাল ও হাসান আরিফ।
আরএমএ/এএইচএস
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি