ঢাকা, বৃহস্পতিবার   ১০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

দেশে কত বিদেশি কাজ করছে তার সঠিক হিসেব নেই, রাজস্ব হারাচ্ছে সরকার, বাড়ছে বৈদেশিক মুদ্রা পাচার

প্রকাশিত : ০৯:৩১, ২০ মার্চ ২০১৬ | আপডেট: ১৫:০৩, ২০ মার্চ ২০১৬

Ekushey Television Ltd.

দেশে ঠিক কত বিদেশি কাজ করছে, তার সঠিক হিসেব নেই কোথাও। মন্ত্রীরা একেক সময় একেক হিসেব দিলেও, সংশ্লিষ্ট বিভাগগুলোর তথ্য অন্যরকম। বিশ্লেষকরা বলছেন, বেশিরভাগ বিদেশীই নিয়ম নীতিকে পাশ কাটিয়ে কাজ করছেন বলে তাদের সঠিক তথ্য থাকছে না। এতে প্রতি বছর বিপুল পরিমানে রাজস্ব হারাচ্ছে সরকার। পাশাপাশি বাড়ছে অবৈধ পথে বৈদেশিক মুদ্রা পাচারও। সরকারের মন্ত্রীর এমন বক্তব্যের পর কোন কোন খাতে কত বিদেশী কাজ করছে, কত জনকে বৈধ অনুমোদন পত্র দিয়েছে সরকার তা নিয়ে অনুসন্ধানে নামে একুশে টেলিভিশন। তবে এনিয়ে সুনির্দিষ্ট কোন ডাটাবেইজ পাওয়া যায়নি কোন বিভাগের কাছেই। পুলিশের ইমিগ্রেশন বিভাগ অবশ্য এসব তথ্যকে ‘অতি গোপনীয়’ বলছে। তবে ব্যুরো অব ইনভেস্টমেন্ট জানিয়েছে, বর্তমানে সাড়ে ১২ হাজার বিদেশির ওয়ার্ক পার্মিট রয়েছে। এনজিও ব্যুরো এবং বেপজা থেকেও দেয়া হয় ওয়ার্ক পার্মিট, সব মিলিয়ে এ সংখ্যা ১৬ হাজারের বেশি নয়। কিন্তু, খোঁজ নিয়ে জানা গেছে, সবচেয়ে বড় রপ্তানি খাত তৈরি পোষাক শিল্পেই এর চেয়ে বেশি বিদেশী কর্মরত আছে। কেন্দ্রীয় ব্যাংক বলছে, গেল বছরের শেষ ছয় মাসে মাত্র ২৬ কোটি ডলার নিজ দেশে পাঠিয়েছেন বিদেশীরা। বিশ্লেষকদের মতে, এ দেশে কর্মরত অধিকাংশ বিদেশীই নিয়ম নীতিকে পাশ কাটিয়ে অবস্থান করছেন। তাই তাদের অবস্থান ও কর্মকাণ্ড তদারকি করে গোটা প্রক্রিয়াকে নতুন করে মূল্যায়ন করার পরামর্শ তাদের। প্রয়োজনীয় খাতগুলোতে দেশেই জনবল তৈরির উদ্যোগ নিতে হবে বলেও জানিয়েছেন এই অর্থনীতিবিদ।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি