ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

শেখ হাসিনার সরকার ষড়যন্ত্র ভয় পায় না: আইনমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ১৬:০৬, ২৩ সেপ্টেম্বর ২০২১

আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী এডভোকেট আনিসুল হক বলেছেন, ‘শেখ হাসিনার সরকার ষড়যন্ত্র ভয় পায় না। আমরা জনগণের শক্তিতে সব ষড়যন্ত্র প্রতিহত করব। আমাদেরকে ষড়যন্ত্রের ভয় দেখাবেন না।’ 

বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা পরিষদ মাঠের সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ৩৮টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ এ সভার আয়োজন করে।

আইনমন্ত্রী বলেন, ‘দুর্নীতির মামলার একটিতে খালেদা জিয়ার ১০ বছর, আরেকটিতে ৭ বছর সাজা হয়েছে। মানবিক কারণে দুই শর্তে তাকে মুক্তি দেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘ওনার কোভিড হয়েছে, হাসপাতালে গেছেন। এরপর থেকে বলছেন বিদেশে যেতে দেন, বিদেশে যেতে দেন। তখন বিমান-ট্রেন-জাহাজ কিছুই চলে না। কিন্তু তাদের বিদেশে যেতে দিতে হবে। বললাম চিকিৎসা তো হচ্ছে। তিনি সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। এখনও বলেন বিদেশ যেতে দেন।’

ইউপি নির্বাচন প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘নির্বাচন সুষ্ঠু হবে। সবাইকে অনুরোধ করব, আপনারা প্রত্যেকে নির্বাচনে ভোট দেবেন। আপনাদেরকে প্রমাণ করে দিতে হবে যে, এ দেশে গণতন্ত্র আছে।’

আখাউড়া আওয়ামী লীগের আহ্বায়ক জয়নাল আবেদীনের সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য রাখেন পৌর মেয়র তাকজিল খলিফা, উপজেলা মহিলা আওয়ামী লীগের সম্পাদক পিয়ারা আক্তার পিউনা প্রমুখ। 

এসময় জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খান, পুলিশ সুপার আনিসুর রহমান, আইনমন্ত্রীর একান্ত সচিব নূর কুতুব-উল-আলম, কসবা উপজেলা চেয়ারম্যান রাশেদুল কাউসার ভূইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি