ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ভ্যাপসা গরম, সৃষ্টি হচ্ছে ঘূর্ণিঝড় ‘গুলাব’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১৮, ২৫ সেপ্টেম্বর ২০২১ | আপডেট: ১৬:৩২, ২৫ সেপ্টেম্বর ২০২১

Ekushey Television Ltd.

বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে গভীর নিম্নচাপ। যা ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। এরই মধ্যে হঠাৎ করেই ভ্যাপসা গরম পড়েছে।

ভারতের আবহাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট অতি গভীর নিম্নচাপটি আগামী ১২ ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড়টি স্থলভাগে আছড়ে পড়তে পারে। ইতোমধ্যেই ভারতের ওডিশা ও অন্ধ্রপ্রদেশ উপকূলে ঘূর্ণিঝড়ের সতর্কতা জারি করা হয়েছে।

এবার এ ঘূর্ণিঝড়টির নাম হবে ‘গুলাব’। যার নামকরণ করেছে পাকিস্তান। ভারতীয় সংবাদমাধ্যমগুলো এ তথ্যই দিয়েছে।

অতি গভীর নিম্নচাপটি এই মুহূর্তে উত্তর-মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে। এটি ক্রমেই উত্তর-পূর্ব দিকে অগ্রসর হওয়ার কথা।

ভারতীয় আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ১২ ঘণ্টায় এই অতি গভীর নিম্নচাপ আরও শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হবে। তার পর রবিবার ওডিশার দক্ষিণে ব্রহ্মপুর এবং অন্ধ্রপ্রদেশের উত্তরে বিশাখাপত্তনমের মাঝ বরাবর কলিঙ্গপত্তনমের ওপর দিয়ে স্থলভাগ অতিক্রম করবে।

ঘূর্ণিঝড়ের প্রভাবে ওডিশা ও অন্ধ্র উপকূলে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এদিকে, এর প্রভাবে দেশের দক্ষিণাঞ্চলে সকাল থেকেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে। তবে রাজধানী ঢাকাতে ভ্যাপসা গরমের পাশাপাশি আকাশ কিছুটা মেঘলা রয়েছে।

বাংলাদেশের আবহায়া অফিস জানিয়েছে, দেশের খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে পাঠানো আবহাওয়ার পূর্বাভাসে এ কথা জানানো হয়েছে।

শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার এই পূর্বাভাসে আরো জানানো হয়, সেই সঙ্গে দেশের দক্ষিণাঞ্চলের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

শনিবার ঢাকায় বাতাসের গতি ও দিক ছিল দক্ষিণ-পূর্ব ও পূর্ব দিক থেকে ঘন্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার এবং সকাল ৬টায় বাতাসের আপেক্ষিক আদ্রতা ছিল ৮৯ শতাংশ।
শনিবার ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৫২ মিনিটে এবং আগামীকাল সূর্য়োদয় ভোর ৫টা ৪৯ মিনিটে।

আগামী ৪৮ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে একই সময়ে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে।

শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ৩৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং আজ দেশে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে গোপালগঞ্জে ২৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

শুক্রবার দেশের সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে মাইজদীকোর্টে ৩০ মিলিমিটার।

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি