ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

বঙ্গবন্ধুর ভাগ্নি হামিদা ওয়াদুদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৩৪, ১ অক্টোবর ২০২১

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট বোন খাদিজা হোসেনের মেয়ে হামিদা ওয়াদুদ পলির মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

এক শোক বার্তায় প্রধানমন্ত্রী মরহুমের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

বঙ্গবন্ধুর ছোট বোন খাদিজা হোসেনের দ্বিতীয় মেয়ে হামিদা ওয়াদুদ পলি চিকিৎসাধীন অবস্থায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) আজ সকাল ১০ টা ০৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৬৮ বছর।

পলি মৃত্যুকালে এক ছেলে, এক মেয়ে, দুই বোন, নাতি-নাতনি এবং বহু আত্মীয় -স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। জুমার নামাজের পর তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। আগামী ৪ অক্টোবর বনানী কবরস্থানে সকাল ১০ টায় তাঁর স্বামীর কবরে তাকে দাফন করা হবে। তাঁর স্বামী সাবেক অতিরিক্ত সচিব এম এ ওয়াদুদ ২০১৪ সালে মারা যান।- বাসস

এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি