ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

হাসপাতালে আরও ১৬৫ জন ডেঙ্গু রোগী ভর্তি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৫২, ১ অক্টোবর ২০২১ | আপডেট: ২০:৫৫, ১ অক্টোবর ২০২১

গত ২৪ ঘন্টায় ঢাকাসহ দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন রোগী ভর্তি হয়েছে ১৬৫ জন। এর মধ্যে রাজধানী ঢাকায় ১৪১ জন এবং অন্যান্য বিভাগে নতুন ভর্তি হয়েছে ২৪ জন।

আজ শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে (৩০ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে ০১ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত) পাঠানো ডেঙ্গু রোগীর সর্বশেষ তথ্যে এসব জানানো হয়েছে।

এতে জানানো হয়, চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত (৩০ সেপ্টেম্বর) ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ১৮ হাজার ৩৬২ জন রোগী ভর্তি হয়েছে। এর মধ্যে একই সময়ে হাসপাতাল থেকে সেবা নিয়ে এবং বাড়ি ফিরেছে ১৭ হাজার ৩১৯ জন। দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৯৭৫ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।  

এরমধ্যে ঢাকার সরকারি ও বেসরকারি ৪৬ টি হাসপাতালে ৭৬৬ জন এবং অন্যান্য বিভাগের হাসপাতালগুলোতে ২০৯ জন ভর্তি রয়েছে। এই সময়ে মোট মৃত্যুর সংখ্যা ৬৮ জন।

এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি