ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

কুমারী পূজা হচ্ছে না রামকৃষ্ণ মিশনে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫১, ৩ অক্টোবর ২০২১

করোনার সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে। তবে তারপরেও এবারে কুমারী পূজা আয়োজন না করার কথা জানিয়েছে ঢাকা রামকৃষ্ণ মঠ। একই কারণে গেল বছরও বন্ধ ছিলো এই পূজার আনুষ্ঠানিকতা। 

এদিকে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের তথ্য মতে, গেল বারের চেয়ে এবারে পূজা মণ্ডপের সংখ্যা বেড়েছে। কিন্তু এতেও খুব একটা স্বস্তিতে নেই প্রতিমা কারিগরদের মাঝে। 

তারা বলছেন, ক'দিন আগেও করোনা পরিস্থিতি নিয়ে শঙ্কায় ছিল মানুষ। যে কারণে এবারে জুন-জুলাই পর্যন্ত আয়োজন নিয়ে দ্বিধায় ছিল অনেক পূজা উদযাপন কমিটি। 

শেষ মুহূর্তে পরিস্থিতি অনুকূলে আসায় প্রতিমা তৈরির বায়নাও এসেছে অনেকে দেরিতে। 

এতেই বিপাকে পড়েছেন কারিগররা। শেষ সময়ে একবারে অনেক প্রতিমা তৈরির বায়না নিয়ে হিমশিম খাচ্ছেন তারা। 

শাঁখারী বাজারের বর্ষীয়ান প্রতিমা শিল্পী হরিপদ পাল জানান, অনেক প্রতিমার বায়না পেয়েছেন তিনি কিন্তু এত অল্প সময়ে গড়তে পেরেছেন মাত্র দুটি। 
   
এই সমস্যার সাথে যোগ হয়েছে উপকরণের দাম উর্দ্ধগতি। সব মিলিয়ে লাভ খুব একটা হচ্ছে না বলেও  জানান তিনি। 

এমএম//এসবি


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি