দুধ সংগ্রহকারী প্রতিষ্ঠানগুলো কমিয়েছে দাম ও সংগ্রহ, খামারীরা বিপাকে
প্রকাশিত : ১০:০২, ২০ মার্চ ২০১৬ | আপডেট: ১৪:৫৭, ২০ মার্চ ২০১৬
দুধ সংগ্রহকারী প্রতিষ্ঠানগুলো দাম ও সংগ্রহের পরিমাণ কমিয়ে দেয়ায় বিপাকে পড়েছেন পাবনার দুগ্ধ খামারীরা। প্রতি লিটার দুধের দাম কমানো হয়েছে দুই থেকে চার টাকা। খামারীদের অভিযোগ, দাম কমানোর কারণে ন্যায্যমূল্য বঞ্চিত হচ্ছেন তারা।
পাবনার চাটমোহর, ভাঙ্গুড়া, ফরিদপুর, বেড়া ও সাঁথিয়া উপজেলার খামারগুলোতে প্রতিদিন প্রায় পাঁচ লাখ লিটার দুধ উৎপাদিত হয়। দেশীয় বিভিন্ন প্রতিষ্ঠান এখানে উৎপাদিত দুধ সংগ্রহ ও প্রক্রিয়াজাত করে বিক্রি করে।
মাস খানেক আগেও প্রতিষ্ঠানগুলো প্রতি লিটার দুধ ৩৮ থেকে ৪০ টাকা দরে খামারিদের কাছ থেকে সংগ্রহ করতো। কিন্তু, চাহিদা কমে যাওয়ার কারণ দেখিয়ে প্রতিষ্ঠানগুলো দুধ সংগ্রহ কমিয়ে দিয়েছে। এছাড়া, লিটারে দুই থেকে চার টাকা কমানো হয়েছে দামও। এ’ অবস্থায় বিপাকে পড়েছেন খামারিরা।
দুধের উৎপাদন বৃদ্ধির সাথে সাথে চাহিদা কমে যাওয়ায় সংগ্রহ কমেছে বলে জানালেন সংগ্রহকারী প্রতিষ্ঠানের কর্মীরা।
খামার টিকিয়ে রাখার স্বার্থে দুধের দাম বাড়ানোর দাবি জানিয়েছেন খামারীরা।
আরও পড়ুন